শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বৃষ্টিতে ভিজেই সমাবেশ করলো ছাত্রলীগ

বৃষ্টিতে ভিজেই সমাবেশ করলো ছাত্রলীগ

ঢাকা, ১৩ আগস্ট, এবিনিউজ : সকাল থেকে ব্যপক বৃষ্টি হলেও এই বৃষ্টির মাঝে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ১৫ই আগস্ট জাতিয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগর (উত্তর-দক্ষিন) ছাত্রলীগের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত ছাত্র সমাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব ওবায়দুল কাদের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ন-সাধারন সম্পাদক ডঃ দিপু মনি, যুগ্ন-সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রনেতারা। এছাড়া ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান। উক্ত ছাত্র সমাবেশ পরিচালনা করেন যৌথ ভাবে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারন সম্পাদক

মহিউদ্দিন আহম্মেদ, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি বাইজিদ আহম্মেদ খান ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ। শৃঙ্খলা রক্ষা কমিটি দায়িত্বে ছিলেন মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্যতম সহ- সভাপতি এস এম শাওন আহমেদ, হাবিবুর রহমান টুটুল, মিজান বিশ্বাস, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন তপু , ওয়ালীউল্লাহ সৌরভ, সাংগঠনিক সম্পাদক আবির হাসান আরিফ, প্রচার সম্পাদক উজ্জ্বল, উপ প্রচার সম্পাদক ওয়ারিদ আহমেদ তুরিনসহ অন্যন্য নেতৃবৃন্দ। সকাল থেকেই বৃষ্টিতে ভিজে উত্তর-দক্ষিন এর সকল থানা ও কলেজ ইউনিট গুলি দলে দলে যোগদান করতে থাকেন। এসময় শহিদ মিনারের আশে পাশের এলাকা কানায় কানায় ভরে যায়। ছাত্র সমাবেশে নেতারা ছাত্রলীগ কে দিকনির্দেশনা মূলক কথা শোনান এবং গুরুত্বপূর্ন বক্তব্য দেন।

এবিএন/ইমরান/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত