
জামালপুর, ২২ আগস্ট, এবিনিউজ :জামালপুর সদর উজেলায় ছুরিকাহত এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। খোয়া গেছে তার অটোরিকশা। সোমবার রাতে জয়রামপুরে জামালপুর-নান্দিনা রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত লাল মিয়া (২৬) জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের আবুল কাশেমের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিমুল ইসলাম জানান, নিহত চালকের পেটে, বুকে ও মুখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অটোরিকশা খোয়া গেছে। অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে ছুরি মারা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।’
জামালপুর রেলওয়ে থানার এসআই আকবর হোসেন বলেন, ‘গভীর রাতে অটোরিকশা চালক লাল মিয়ার লাশ উদ্ধার করা হয়। ধারণা করছি অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যার করা হয়েছে।’
এ ব্যাপারে একটি হত্যা মামলা হবে বলে তিনি জানান।
এবিএন/সাদিক/জসিম/এসএ