![নড়াইলের হামিদপুর ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/25/guli-kore-hotta@abnews_96631.jpg)
নড়াইল, ২৫ আগস্ট, এবিনিউজ : নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যাকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। আজ শুক্রবার (২৫ আগস্ট) ভোরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যার বাড়িতে প্রবেশ করে তাকে গুলি করে। এ সময় নাহিদ হোসেনের খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকার বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হামিদপুর ইউনিয়ন সংলগ্ন গাজীরহাটের এই বাড়িটি।
নাহিদ হোসেনের ছোট নদী খানম জানান, দুবৃর্ত্তরা দুই তলায় উঠে জানালা দিয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় তার বাবা একাই ওই বিছানায় ঘুমিয়ে ছিলেন। তার মাসহ পরিবারের সদস্যরা অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। তার পিঠসহ শরীরের একাধিক স্থানে গুলির চিহৃ রয়েছে। নাহিদ হোসেনের খালাতো বোন শাহনাজ বেগম বলেন, সকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পাই।
এলাকাবাসী জানান, ২০১৬ সালের ইউপি নির্বাচনে নাহিদ হোসেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কালিয়া থানার ওসি শেখ শমসের আলী জানান, নাহিদ হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর