![ফেনীতে ছেলের হাত মা খুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/30/gola-kete-hotta_97520.jpg)
ফেনী, ৩০ আগস্ট, এবিনিউজ : ফেনীর ফুলগাজীতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে সৎমায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার জিএমহাট ইউনিয়নের দক্ষিণ শ্রীচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম আপা রানী (৪০)। তার দুই ছেলে ও এক মেয়ে আছে। তার সৎছেলের নাম সঞ্জিত মজুমদার (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জনায়, গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে আপা রানীর সঙ্গে সঞ্জিতের ঝগড়া হয়। একপর্যায়ে সঞ্জিত ক্ষিপ্ত হয়ে আপা রানীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ধারালো অস্ত্রের আঘাতে আপা রানী গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে আপা রানীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম মুর্শেদ বলেন, সঞ্জিতের ধারালো অস্ত্রের আঘাতে আপা রানীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে সঞ্জিত পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
এবিএন/সাদিক/জসিম/এসএ