শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • মুন্সীগঞ্জে মাজারে ২ নারীকে গলা কেটে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ২ নারীকে গলা কেটে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ২ নারীকে গলা কেটে হত্যা

মুন্সীগঞ্জ, ১৩ সেপ্টেম্বর, এবিনিউজ : মুন্সীগঞ্জের সদর উপজেলার কাটাখালীর ভিটিরশীল মন্দির এলাকায় বারেক নেংটার মাজারে ২ নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরের দিকে বা রাতের কোনো এক সময় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাজারের খাদেম আমেনা বেগম (৭০) ও তাজেল বেগম (৫০) নামে এক ভক্ত।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর বলেন, ‘ভিটিরশীল গ্রামের হযরত শাহ সোলেমান পুলিশ গিয়ে মাজারের ভেতরে দুই নারীর লাশ দেখতে পায়। তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করা হচ্ছে।’

মাজারের খাদেম মোহাম্মদ মাসুদ খান জানান, আমেনা ও তাইজুন রাতে এক কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে তাদের ডাকতে এসে তিনি গলা কাটা লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত