![স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/15/raped-featured-image_100074.jpg)
শরীয়তপুর, ১৫ সেপ্টেম্বর, এবিনিউজ : জেলার জাজিরা উপজেলার নাওডোবাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পরে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। নিহত স্কুলছাত্রী রিমা আক্তারের (১৩) বাবা ইলিয়াছ চোকদার বাদী হয়ে মামলাটি করেন।
এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার দু’জনকে গ্রেফতার করেছে। তারা হলেন- আল আমীন ও সুমন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার নাওডোবাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী আহম্মদ চোকদার কান্দি গ্রামের ইলিয়াছ চোকদার মেয়ে রিমা আকতার গত সোমবার বিকেলে নিখোঁজ হয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
বুধবার সন্ধ্যায় নিহতের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি পরিত্যক্ত বাগান থেকে রিমার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এরপর তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
নিহতের বাবা বলেন, আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন পোদ্দার বলেন, এখনো ময়নাতদন্তের রিপোর্ট লেখা হয়নি। আগামী রোববার বলা যাবে কিভাবে হত্যা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জাজিরা থানার উপ পরিদর্শক মো. শাহ আলম বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। মামলার রহস্য উদঘাটনে অনেকটা এগিয়ে গেছি বলে জানান ওসি।
এবিএন/জনি/জসিম/জেডি