শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • পাবনায় দুর্বৃত্তদের হাতে বিএনপি নেতা খুন

পাবনায় দুর্বৃত্তদের হাতে বিএনপি নেতা খুন

পাবনায় দুর্বৃত্তদের হাতে বিএনপি নেতা খুন

পাবনা, ২০ সেপ্টেম্বর, এবিনিউজ : পাবনার আটঘরিয়া উপজেলায় এক ওয়ার্ড বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত আবু দাউদ (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও ওই ইউনিয়নের শিবপুর গ্রামের লতিফ মুন্সীর ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে দাউদ শিবপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে গ্রামের সেতুর কাছে পৌঁছামাত্র একদল লোক তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে ওসি আনোয়ারুল বলেন, পাবনা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত