বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • চুয়াডাঙ্গায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা, ২৩ সেপ্টেম্বর, এবিনিউজ :চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গরুচোর সন্দেহে শফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

আজ শনিবার ভোররাতে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। শফিকুলের বাড়ি একই উপজেলার কোমরপুর গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) মনির স্থানীয়দের বরাত দিয়ে জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রামনগর গ্রামের স্বপন আলীর দুটি গরু চুরি হয়। ঘটনার পর পরই তা জানাজানি হলে গ্রামবাসী সংগঠিত হয়ে সেই গরু ও চোরকে খুঁজতে বের হয়।

একপর্যায়ে গ্রামের কাটাখালী মাঠের ভেতর এক ব্যক্তিকে দেখতে পায়। তাকে গরুচোর সন্দেহে ধরে গ্রামে নিয়ে আসা হয়। এরপর গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সকাল ৭টার দিকে ভালাইপুর এলাকা থেকে চোরাই গরু দুটি উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, নিহত ওই ব্যক্তির নাম শফিকুল বলে জানা গেছে। তার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত