![‘বাংলাদেশে পাকিস্তানের পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি’](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/06/shajahan_103579.jpg)
মাদারীপুর, ০৬ অক্টোবর, এবিনিউজ : প্রধান বিচারপতির ছুটি নিয়ে বিএনপি বাংলাদেশে পাকিস্তানে বিচারপতি ও সরকারের বিরোধকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
আজ শুক্রবার সকালে মাদারীপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।
এসময় শাজাহান খান বলেন, ‘বিএনপির সব কথাই মনগড়া। প্রধান বিচারপতি শারীরিক বিশ্রামের জন্য ছুটি নিয়েছেন। বিচারপতি তার নিজের চিঠিতেও এটি উল্লেখ করেছেন। এ জন্যই তার ছুটি মঞ্জুর হয়েছে। এ নিয়ে বিএনপি পানি ঘোলা করার চেষ্টা করছে। প্রধান বিচারপতির ছুটি নিয়ে এ দেশে পাকিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা।’
নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান বিচারপতির ছুটি নিয়ে শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করতে চায় বিএনপি। কোনো দিনই দেশের মানুষ এটি করতে দেবে না।’
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।
এবিএন/জনি/জসিম/জেডি