
ঢাকা, ০৯ অক্টোবর, এবিনিউজ :
আমি রোহিঙ্গা বলছি
কবি: মুহম্মদ নুরুল আবসার
আমরা বাবার আমল, দাদার আমল, দাদাদের
দাদার আমল থেকেই এখানে আছি,
যুগের পরে যুগ ধরে আছি।
ফসল ফলাই, দিন মজুর করি, ভাত খাই
ঘর সংসার করি, সন্ধ্যা হলে কুপি নিভাই,
বছর শেষে বউ এর কোল জুড়ে বাচ্চা আসে,
উৎসব–পার্বণে হৈ হুল্লোড় করি।
এটাইতো আমাদের জীবনের সাদামাটা নিয়ামক অংশ
এর বাইরে আমরা কিছুই জানি না, বুঝি না।
শুধু এটুকুই জানি– আমাদের দেশের নাম বার্মা,
মগরা এদেশের রাজা।
হঠাৎ হঠাৎ তারা এসে আমাদের ঘর–বাড়ীতে
আগুন দেয়, বউ ঝি–দের ব্যভিচার করে।
যুবকদের জবাই করে। শিশুদের জ্বলন্ত আগুনে
নিক্ষেপ করে। তারা বলে– “এ দেশ তোমার না।
তুমি বাঙ্গালি, বাঁচতে চাইলে ওপারে যাও।”
আমরা অশিক্ষিত মানুষ, আমাদের কোন নেতা নেই।
তাদের নির্মমতাকেই আমরা নিয়তি মেনে চলি।
আমরা গণতন্ত্র বুঝি না, জাতিসংঘ কি জানি না।
তেলতন্ত্র বা পুঁজিতন্ত্রের মানেও বুঝি না।
বুঝি শুধু আমরা রোহিঙ্গা।
নাফে ভেসে ভেসে অনন্তকাল আমরা আহাজারি করছি,
আমাদের ক্রন্দনের প্রতিধ্বনি পৃথিবীর কেউ শুনে না।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি