বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

বাগেরহাট, ১৬ অক্টোবর, এবিনিউজ : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৈলখাল এলাকায় র‌্যাব ৮-এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোক্তার মোল্লা নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে শরণখোলা রেঞ্জের শৈলা খাল এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

র‌্যাব ৮-এর সহ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স বলেন, ‘বনদস্যু লিটন ও তার সাত-আটজন সহযোগীর অবস্থান সম্পর্কে গোপনে খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। বনদস্যুরা গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। ৮টা ১৫ মিনিট থেকে প্রায় ৩৫ মিনিট বন্দুকযুদ্ধের পর দস্যুরা বনের গহিনে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত একজনের লাশ উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।’

এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি ডাবল ব্যারেল বন্দুক, একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটারগান, ১৬টি পাইপগান ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, পরে স্থানীয় জেলেরা তাকে বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোক্তার মোল্লা বলে শনাক্ত করেন। এখনো তার ঠিকানা পাওয়া যায়নি।

লাশ ও অস্ত্রশস্ত্র বাগেরহাটের শরণখোলা থানায় নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত