বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • চাঁদপুরে নৈশপ্রহরীকে হত্যা করে মোটরসাইকেল লুট

চাঁদপুরে নৈশপ্রহরীকে হত্যা করে মোটরসাইকেল লুট

চাঁদপুরে নৈশপ্রহরীকে হত্যা করে মোটরসাইকেল লুট

চাঁদপুর, ১৬ অক্টোবর, এবিনিউজ : চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার একটি বহুতল ভবনের নৈশপ্রহরীকে হত্যা করে ৪টি মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার ভোরে সেবা আয়শা গার্ডেন নামের ওই বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি দেলোয়ার মতলব দক্ষিণ পৌরসভার মুন্সিরহাট এলাকার নুরু প্রধানিয়ার ছেলে। তার স্ত্রী ও ৩ সন্তান রয়েছে।

সেবা হোল্ডিং কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আজ সকালে ভবনের একজন বাসিন্দা বাসা থেকে বের হতে গিয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। পরে তিনি নৈশপ্রহরীর রুমে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেন।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের দুটি দল লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়ালী উল্লাহ বলেন, নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা ৪টি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে। লাশের গায়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত