শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

সিলেট, ১৬ অক্টোবর, এবিনিউজ : সিলেট নগরীর টিলাগড় এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে অমর (২২) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ কর্মী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর অনুসারী। তিনি নগরীর বালুচরের আবুল হোসেনের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, ছুরিকাঘাতে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।

তিনি জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

শাহ পরান থানার ওসি আকতার হোসেন জানান, বিকাল সাড়ে ৩টায় সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের কার্যালয়ের সামনে হিরন মাহমুদ নিপু গ্রুপের ছাত্রলীগ কর্মী ওমর আহমেদ মিয়াদ, নাসিমসহ আরও একজনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মিয়াদ ও নাসিমকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা মিয়াদকে মৃত ঘোষণা করেন। নাসিমকে চিকিৎসা দেয়া হচ্ছে।

হামলাকারীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলেও জানান ওসি।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত