শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • সাভারে আশার মাঠকর্মী খুন : গ্রেফতার ২

সাভারে আশার মাঠকর্মী খুন : গ্রেফতার ২

সাভারে আশার মাঠকর্মী খুন :  গ্রেফতার ২

সাভার (ঢাকা), ১৯ অক্টোবর, এবিনিউজ : ঢাকার সাভার উপজেলায় নিখোঁজের ৬ দিন পর বেসরকারি ক্ষুদ্রঋণদাতা আশার এক নারী মাঠকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। যাকে ঋণগ্রহণকারীরা হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সাবিনা ইয়াসমিন উর্মি (৩০) গাইবান্ধা সদর থানার রঘুনাথপুর গ্রামের আবদুর রহমানের মেয়ে। তিনি সাভার উপজেলার আশুলিয়া চক্রবর্তী এলাকায় স্বামী জাহিদ হাসানের সঙ্গে ভাড়া বাসায় থেকে আশার মাঠকর্মী হিসেবে কাজ করতেন।

আশুলিয়া থানার এসআই আশরাফুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক দম্পতিকে গ্রেফতার করে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে কবিরপুর দেওয়ানপাড়া এলাকা থেকে বুধবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দেওয়ানপাড়ার মোসলেম হোসেন ও তার স্ত্রী রাজিয়া আক্তার। তারা দুজন ওই আশার গ্রাহক।

এসআই আশরাফুল বলেন, গত বৃহস্পতিবার সাবিনা মোসলেমের বাড়িতে ঋণের টাকা উত্তোলনের জন্য যাওয়ার পর নিখোঁজ হন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ওই দিন রাতেই আশা কর্তৃপক্ষ আশুলিয়া থানায় জিডি করে। সাবিনার মোবাইল ফোন সর্বশেষ ব্যবহৃত হয় মোসলেমের বাড়ির আশপাশে। তদন্ত শেষে বুধবার মোসলেম ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন।

রাতেই তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মোসলেমকে সঙ্গে নিয়ে দেওয়ানপাড়া বাংলাদেশ বেতারের সীমানার পাশে ঝোপের ভেতরে মাটি খুঁড়ে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় বলে জানান এসআই আশরাফুল।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত