শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • মুন্সীগঞ্জে ৬ ককটেল উদ্ধার: গ্রেফতার ১৮

মুন্সীগঞ্জে ৬ ককটেল উদ্ধার: গ্রেফতার ১৮

মুন্সীগঞ্জে ৬ ককটেল উদ্ধার: গ্রেফতার ১৮

মুন্সীগঞ্জ, ২৪ অক্টোবর, এবিনিউজ : মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৬টি ককটেল ও ২টি দেশি রামদা উদ্ধার করেছে পুলিশ। এদিকে ১৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান, পুলিশের একটি টহল দল মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ এলাকার রাস্তার পাশ থেকে সোমবার রাত দেড়টার দিকে ৬টি তাজা ককটেল ও ২টি দেশিয় রাম দা উদ্ধার করে। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নাশকতার জন্য ককটেলগুলো এখানে এনে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সোমবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার দয়াল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৮জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে চালান দেয়া হয়েছে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত