শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাভারে দুই ব্যক্তির লাশ উদ্ধার

সাভারে দুই ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকা, ২৬ অক্টোবর, এবিনিউজ : রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার কান্দি ভাকুর্তা ও আশুলিয়া থানা এলাকার দক্ষিণ কবিরপুর থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সাভার ও গতকাল বুধবার দিবাগত রাতে আশুলিয়া থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সাভারের কান্দি ভাকুর্তার নিজ বাড়িতে স্থানীয় ওয়াসার নিরাপত্তাকর্মী আমির হোসেনের ছেলে আবুল হোসেনের (৩৩) ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁরা বিষয়টি ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাসকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে গতকাল দিবাগত রাতে আশুলিয়ার দক্ষিণ কবিরপুর এলাকায় নিজ বাড়ি থেকে সাভার মডেল কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র মাহিন (১৮) মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, কবিরপুরের দেলোয়ার হোসেনের ছেলে মাহিন মোবাইল ফোনে গেম খেলে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, কীভাবে ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত