![জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের ৩ সদস্য আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/29/arrest_107813.jpg)
চাঁপাইনবাবগঞ্জ, ২৯ অক্টোবর, এবিনিউজ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সন্দেহভাজন ৩ জঙ্গিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রবিবার ভোররাত সোয়া ৪টার দিকে উপজেলার বাবলাবোনা এলাকার একটি আমবাগান থেকে ওই ৩ ‘জঙ্গিকে’ র্যাব-৫ আটক করে।
আটক তিনজন হলেন শিবগঞ্জের মো. ইসলাম (৭০), গোলাম রসুল (৫০) ও জেনারুল ইসলাম (২৫)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ বলেন, আটক ৩ জন নব্য জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের সদস্য। তারা গোপন বৈঠক করছিলেন। এ সময় তাদের আটক করা হয়।
র্যাব বলছে, আটক জঙ্গিদের কাছ থেকে একটি পিস্তল, ৩টি গুলি, ১ কেজি ১০০ গ্রাম গানপাউডার ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
আটক ৩ জনকে হেফাজতে নিয়েছে র্যাব। এ বিষয়ে র্যাব আইনগত ব্যবস্থা নিচ্ছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ