শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

পটুয়াখালী, ২৯ অক্টোবর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফল উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ রবিবার উপজেলার গোসিংগা গ্রামের মিন্টু মৃধার বাড়িতে এই ঘটনা ঘটে। মিন্টুর পিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে।

নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, ভোরে ওই যুবককে পিটিয়ে আহত করা হয় বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে। আর সকালে তার মৃত্যু হয়। তার মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় চৌকিদার মো. নূরুল ইসলাম জানান, সকালে মিন্টুর বাড়ির আঙিনায় ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে মিন্টুর কাছে জানতে চাইলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বলেন, ওই যুবককে তিনি দু-একটা পিটুনি দিয়েছিলেন। পরে তিনি পালিয়ে যান।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. লুৎফর রহমান বলেন, যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশের পরিচয় জানতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে। মিন্টুকে ধরার চেষ্টা চলছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত