শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • বাগেরহাট জেলা রেজিস্ট্রারকে গ্রেপ্তার করেছে দুদক

বাগেরহাট জেলা রেজিস্ট্রারকে গ্রেপ্তার করেছে দুদক

বাগেরহাট জেলা রেজিস্ট্রারকে গ্রেপ্তার করেছে দুদক

বাগেরহাট, ৩১ অক্টোবর, এবিনিউজ : ময়মনসিংহের এক মামলায় সোমবর বিকেলে বাগেরহাট জেলা রেজিস্ট্রার ফজলুর রহমানকে (৫৭) গ্রেপ্তার করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে তার নিজ দপ্তর থেকে তাকে গ্রেপ্তার করে।

দুদক খুলনার সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন বিষয়টি সম্পর্কে জানায়, ভালুকায় বনবিভাগের এক কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভূমি অবৈধ দলিলের মাধ্যমে আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে রোববার দুদক মামলা করে।

এ মামলায় এনটিভি ও রোজা এগ্রো লিমিটেডের চেয়ারম্যান এবং বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুসহ ছয়জনের নাম রয়েছে। এদের বিরুদ্ধে ভালুকা থানায় ছয়টি মামলা দায়ের করেছে দুদক। রোববার দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর ফজলার রহমানকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতই পরবর্তী করণীয় নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এবিএন/কে. এম. রুহুল আমীন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত