ফেনী, ০১ নভেম্বর, এবিনিউজ : চট্টগ্রামে যাওয়ার পথে ফেনীর ফতেহপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কোর্ট পুলিশের পরিদর্শক একে নাজিবুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় এ মামলা করেন।
আজ বুধবার ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান বলেন, ‘গত ২৮ অক্টোবরের হামলার ঘটনায় অজ্ঞাত পরিচয় ২৫-৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।’
রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রাম থেকে ফেরার পথে মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে মহিপাল ফিলিং স্টেশনের বিপরীত দিক থেকে অজ্ঞাত ২০-২৫ লোক খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ ও গুলি ছোড়ে। এ ছাড়া বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এর আগে শনিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার সময় ফেনীর ফতেহপুরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় ভিডিও ফুটেজে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের হামলায় অংশ নিতে দেখা যায় বলে স্থানীয় এলাকাবাসী নিশ্চিত করে।
এবিএন/সাদিক/জসিম/এসএ