![আশুলিয়ায় ডাকাত-পুলিশ গুলিবিনিময়: আটক ২৮](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/03/ashulia-arrested-28_108793.jpg)
ঢাকা, ০৩ নভেম্বর, এবিনিউজ : ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে ডাকাতির সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় আন্ত জেলা ডাকাত দলের ২৮ সদস্যকে আটক করা হয়। তল্লাশী চালিয়ে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করেন। হাত পা বাঁধা অবস্থায় ৫ যাত্রী উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, মনিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসে যাত্রী বেসে ২৮ জন ডাকাত অবস্থান নেন। পথে মধ্যে যাত্রীদের সর্বস্ব কেড়ে নেয়ার পরিককল্পনা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ নবীনগরে অবস্থান নিয়ে বাসটিকে গতিরোধের সিগনাল দিলে বাসের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ২৮ জনকে আটক করেন। এই ডাকাত চক্রটি দেশের স্থানে বাস দিয়ে ডাকাতি করে আসছিলো।
এসময় আশুলিয়া থানার ওসি আব্দুল আওয়াল ও পুলিম পরিদর্শক জাহিদুল ইসলামসহ ৪ পুলিশ আহত হয়।
এবিএন/জনি/জসিম/জেডি