![সাভারে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/03/raped-featured-image_108803.jpg)
ঢাকা, ০৩ নভেম্বর, এবিনিউজ : ঢাকার সাভার উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক ইকরাম হোসেন লাবু (২২) কলমা এলাকার অজিউল্লার ছেলে। তিনি ওই এলাকায় একটি মুদি দোকান চালান।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সাভারের কলমা এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসআই তারিকুল বলেন, ‘১৮ বছর বয়সী কলেজ ছাত্রী কলমা এলাকায় খালার বাসায় থেকে লেখাপড়া করেন। লাবু তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল। বুধবার একই এলাকার সাদেকের বাসায় নিয়ে ধর্ষণ করে।’
পুলিশ অভিযোগ পেয়ে তাকে আটক করে জানিয়ে তিনি বলেন, ‘শুক্রবার ওই ছাত্রীকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।’
এবিএন/জনি/জসিম/জেডি