![খালেদার গাড়ী বহরে হামলার ঘটনায় আরো তিন জন আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/03/arrest_108976.jpg)
ঢাকা, ০৩ নভেম্বর, এবিনিউজ : বিএনপির চেয়ারপার্শন বেগম খালেদা জিয়ার কক্সবাজার যাওয়ার পথে ফেনীর মহিপালে পেট্রোল বোমা হামলার ঘটনায় শুক্রবার বিকালে পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে আরো তিন জনকে আটক করা হয়েছে। এ তিন জনকে ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকতে পারে এ সন্দেহে তাদের আটক করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ২২ জন কে গ্রেফতার করা হোল।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী জানান বৃহস্পতিবার ছাত্রদল নেতা নুরের সালাম মিলন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। তার স্বীকারোক্তিতে গুরুত্বপূর্ন তথ্য রয়েছে। তার দেয়া উপর ভিত্তি করে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ অবস্থায় সন্দেহ জনক আনেককে জিঞ্জাসাবাদের জন্য আনা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মুল আসামীদের ধরার চেষ্টা অব্যহত রেখেছে। গত ৩ দিনে যাদের গ্রেফতার করা হয়েছে আদালত তাদের জেল হাজাতে পাঠানো হয়েছে । রবিবার আদালতে তাদের রিমান্ডের আবেদন উপর শুনানী হওয়ার কথা রয়েছে। আদালত রিমান্ড মন্জুর করলে তাদের কাছ থেকে আরো গুরুুত্বর্পূর্ন তথ্য পওয়ার সম্ভবনা রযেছ। এ পর্যন্ত গ্রেফতারকৃত ২২ জনের মধ্যে তিনজন মামলার এজাহার ভুক্ত আসামী।
ঊল্লেখ্য গত মঙ্গলবার বেগম খালেদা জিয়া চট্রগ্রাম থেখে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপালে তার গাড়ী বহরের পেেেছণ পেট্রোল বোমা হামলা ও আগুনে ২ টি বাস পুড়ে যায়। এ ঘটনায় বুধবার বিকালে ফেনী থানার এসআই নুর উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করে। মামলার এজাহারে ২৯ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীর নাম উল্লেখ করে অঞ্জাতনাম ২৫ থেকে ৩০ জন ঘটনার সাথে জড়িত বলে উল্ল্যেখ করা হয়। এ ঘটনা নিযে আওয়ামীলীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করে সংবাদ সম্মেলন করে।
এবিএন/মমিন/জসিম