![খালেদা জিয়ার গাড়িবহরে হামলা বিএনপির নাটক : নৌমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/04/sajahan-khan@abnews_109105.jpg)
মাদারীপুর, ০৪ নভেম্বর, এবিনিউজ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা বিএনপির ‘বানানো নাটক’ বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলায় আচমত আলী খান পাবলিক স্কুল সংলগ্ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি বুথ উদ্বোধন শেষে এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী।
শাজাহান খান বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলাটা সম্পূর্ণ নাটক। এই হামলার পিছনে তাঁরা নিজেরাই দায়ী। আওয়ামী লীগ সরকারের এমন কোনো দায় পড়েনি যে, খালেদা জিয়ার ওপর আক্রমণ করবে।
মন্ত্রী আরো বলেন, আক্রমণ হয়েছে সাংবাদিকদের গাড়িতে। খালেদা জিয়ার গাড়িতে হামলা হয়নি। সাংবাদিকদের ওপর হামলা করায় এটাই প্রমাণিত হয়, বিএনপি গণমাধ্যমে একটা প্রচার চেয়েছে। বিএনপি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এটা করেছে। তাদের পরস্পরের বক্তব্যে মনে হয় এটা সম্পূর্ণ বানানো নাটক।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) মো. সরোয়ার হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জিসিসিও আজম খান, ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট আরিফুর রহমান, সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. রবিউল আলম, মাদারীপুরের শাখা ব্যবস্থাপক আবদুস সালাম, উপ-শাখা ব্যবস্থাপক মো. রফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিএন/মমিন/জসিম