![বরেণ্য কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী আর নেই](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/04/mohammad-ali_109106.jpg)
ঢাকা, ০৪ নভেম্বর, এবিনিউজ : বরেণ্য কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী আর নেই।শনিবার সকালে মিরপুরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সত্তর ও আশির দশকের জনপ্রিয় এই গায়কের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
স্ত্রী সুরাইয়া সিদ্দিকী জানান, তিন বছর আগে হৃদরোগে আক্রান্ত হন মোহাম্মদ আলী সিদ্দিকী। পাশাপাশি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায়ও ভুগেছিলেন তিনি। এছাড়া ডায়াবেটিকস ও কিডনিজনিত সমস্যাও ছিল তার।
তিনি জানান, গত কয়েকদিন ধরেই স্বাভাবিক খাবার খেতে পারছিলেন না মোহাম্মদ আলী সিদ্দিকী। এ কারণে রক্তের শর্করা নিচের দিকে নেমে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবস্থার অবনতি হওয়ায় গত ২০ অক্টোবর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল তাকে।
'ওই দূর দূর দূরান্তে', 'হেসে খেলে জীবনটা যদি চলে যায়', 'হৈ হৈ হৈ রঙিলা রঙিলা রে', 'শোনো গো রুপসী'—এমন অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী ২০৬টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। ১৯৬০ সাল থেকে রেডিও ও চলচ্চিত্রে গান গাইতে শুরু করা এ শিল্পীর গানের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। বাংলা গানের পাশাপাশি উর্দু গানেও কণ্ঠ দেওয়া এ শিল্পী সঙ্গীতজীবনে জাতীয় পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।
এবিএন/জনি/জসিম/জেডি