
মুদ্রাদোষে
জিন্নাহ চৌধুরী
শীত কুয়াশা থেকে বেরিয়ে এসো খুব দ্রুত,
সব কিছু বদলায় কাগজে কাগজে অন্তত
মানুষ জানলে এক রকম, কিন্তু বাতাস
জানলে ছুটে যাবে দক্ষিণে,
নদীর নিরুপায় জলে খড়ের প্রতিমা ভাসে
জলের আঁচলে প্রতিমার ঘ্রাণে।
আজন্ম তাড়িত আমি, অশান্ত সিদ্ধবাক,
জলের আগুনে পুড়ে হয়ে যাই খাক
সে জল ভরে রাখি শব্দের কলসে,
স্রোতে ভাসো তুমি নিজের মুদ্রাদোষে।
(সংগৃহীত)