শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বরিশালে সাড়ে ৭ মণ জাটকা জব্দ

বরিশালে সাড়ে ৭ মণ জাটকা জব্দ

বরিশাল, ০৫ নভেম্বর, এবিনিউজ : বরিশালের কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে সাড়ে ৭ মন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালায় তারা। উদ্ধার হওয়া জাটকা কয়েকটি এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্টগার্ড বরিশাল স্টেশন পেটি অফিসার সাইদুর রহমান জানান, তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে কীর্তনখোলা নদীতে ইলিশ ধরা জেলেদের ট্রলার তল্লাশি করে সাড়ে ৭মন জাঁটকা জব্দ করে। তবে অভিযান টের পেয়ে ট্রলারে থাকা জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

উদ্ধার হওয়া জাটকা বরিশাল মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত