![সেনবাগের মাদকসম্রাট বোমা পাটোয়ারী ৯০০ পিছ ইয়াবাসহ আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/09/senbag-noakhali_110034.jpg)
সেনবাগ(নোয়াখালী) , ০৯ নভেম্বর, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগের দক্ষিন জনপদের ত্রাস ও মাদক ব্যবসায়ী সিরাজ পাটোয়ারী ওরফে বোমা পাটোয়ারী (৩৩) কে ৯০০ পিছ ইয়াবা, নগদ ৩৭ হাজার টাকা ও ১ টি মটর সাইকেল সহ গ্রেফতার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় র্যাব ১১ ' র এএসপি জসিম উদ্দিনের নেতৃত্বে ছমিরমুন্সীরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
সেনবাগ থানার (ভারপ্রাপ্ত) কর্মর্কতা, হারুন অর রশিদ চৌধুরী তার গ্রেফতারের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বোমা পাটোয়ারীর বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে।
এবিএন/ ফিরোজ আলম ভূঞা/জসিম/নির্ঝর