![হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু পরিবহণের নানা আয়োজন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/13/759_110668.jpg)
ঢাকা, ১৩ নভেম্বর, এবিনিউজ : বিংশ শতাব্দীর জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিনে তার ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহণ’ ‘হুমায়ূন জন্মোৎসব ২০১৭’ নামে বিশেষ অনুষ্ঠানসূচি হাতে নিয়েছে।
অনুষ্ঠানমালায় থাকছে আজ সোমবার সকাল ৬টায় কার্জন হল থেকে একদল হিমু রুপারা হেঁটে হেঁটে নুহাশ পল্লীর উদ্দেশে যাত্রা। যাত্রা পথে ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ। সকাল নুহাশ পল্লীতে পুষ্পস্তবক অর্পণ। (গাজীপুর টিম হিমু পরিবহণ)।
বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে হুমায়ূন আহমেদকে নিয়ে আলোচনা সভা, হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র ‘ধ্রুবতারা’-এর মোড়ক উন্মোচন, সাংস্কৃতি অনুষ্ঠান ও হুমায়ূন আহমেদের বইয়ের প্রচ্ছেদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে উপস্থি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামা, হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওন, উন্মাদ সম্পাদব ও কার্টুনিস্ট আহসান হাবিব, শিল্পী সেলিম চৌধুরী, প্রকাশক মাজাহারুল ইসলাম, ফরিদ আহমে ও অভিনেতা প্রাণ রায়সহ অন্যরা।
এ ছাড়া হুমায়ূন আহমেদকে স্মরণ করে সারাদেশেই হিমু পরিবহণের সব সদস্য বিভিন্ন আয়োজন করেছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ