![চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/13/atok_abnews24_110693.jpg)
চাঁপাইনবাবগঞ্জ, ১৩ নভেম্বর, এবিনিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নামোচাঁদপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মজনু মিয়া (৫৫)। তার কাছ থেকে ৬টি বিদেশি পিস্তল, ১৮টি গুলি, ৪টি ম্যাগাজিন, একটি রামদা উদ্ধার করা হয়।
৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল রাশেদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত দেড়টার দিকে মজনু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। মজনু মিয়াকে অস্ত্রসহ আটক করা হয়। মজনু মিয়া অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত বলেও জানান তিনি।
শিবগঞ্জ থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ