![বৃষ্টি উপেক্ষা করে কলকাতায় শুরু হল ৭ম বাংলাদেশ বইমেলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/16/kokata-book-fair_111214.jpg)
ঢাকা, ১৬ নভেম্বর, এবিনিউজ : প্রবল বৃষ্টির মধ্যে উদ্বোধন হল এবারের বাংলাদেশ বইমেলা। আগে শ্রাবণ মাসের বৃষ্টিদিনেই এই মেলা অনুষ্ঠিত হত গগণেন্দ্র আর্ট গ্যালারির দ্বিতীয় তলে। ২০১৩ সালের পর থেকে নন্দন চত্বরে বাংলাদেশ বইমেলা হতে থাকে। কিন্তু, কলকাতা বইমেলার মতোই ৭ম বাংলাদেশ বইমেলা স্থান পরিবর্তিত হয়ে মোহরকুঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। তবে পিছু ছাড়েনি সেই বৃষ্টি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বাংলাদেশের আরও বিশিষ্টজনেরা। কলকাতার সাহিত্যিকদের মধ্যে ছিলেন শ্যামলকান্তি দাশ, কমল চক্রবর্তী প্রমুখ।
বৃষ্টির কারণে প্রথম দিনের বাংলাদেশ বইমেলায় জন সমাগম খুব কম ছিল। তবে বাংলাদেশ থেকে আগত প্রকাশকরা মনে করছেন আগামী দিনে বই বিক্রি ভালোই হবে। বাংলাদেশ থেকে বইমেলায় যোগ দিয়েছেন অন্যপ্রকাশ, ভাষাচিত্র, পাঠক সমাবেশ, মওলা ব্রাদার্সসহ আরও অনেক প্রথম সারির বাংলাদেশি প্রকাশকরা। কলকাতার মোহরকঞ্জে এই বইমেলা চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত। মেলার সময়সূচী প্রতিদিন দুপুর ২ টো থেকে রাত ৮ টা এবং শনি-রবিবার দুপুর ২ টো থেকে রাত ৯ টা।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, কালকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, ঢাকার সম্মিলিত উদ্যোগে কলকাতায় ৭ম বাংলাদেশ বইমেলার আয়োজন করেছে। পশ্চিমবঙ্গের পাঠকদের কাছে বাংলাদেশি বই আরও সুলভে পৌঁছে দেওয়াই এই মেলার প্রধান উদ্দেশ্য।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি