![পাবনায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/16/pabna_abnews24_111245.jpg)
পাবনা, ১৬ নভেম্বর, এবিনিউজ : পাবনা সদর উপজেলায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার ভোরে মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত মুকুল হোসেন (৪০) মেহেরপুর জেলার শিবপুর গ্রামের গোলাম আলীর ছেলে।
সদর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ভোর ৪টার দিকে ৫-৭ জনের একটি দল ধরবিলা গ্রামের আবুল কামেশের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে এলাকাবাসীর অভিযোগ। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। তারা পালানোর চেষ্টা করলেও মুকুল পালিয়ে ধরবিলা গ্রামে গিয়ে ধরা পড়েন। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী তাকে পিটিয়ে আহত করে। পুলিশ মুকুলকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ