![শিবপুর পৌর নির্বাচনে প্রচারণায় যুবনেতা কাউছার মোল্লার গনসংযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/19/kausar-molla_111654.jpg)
শিবপুর, ১৯ নভেম্বর, এবিনিউজ : আসন্ন শিবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কমিশনার প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা শুরু করেছেন। গত ১৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় ৩নং ওয়ার্ডের চালিতা কান্দি বোরহান মিয়ার বাড়িতে পাচঁ শতাধিক নারী পুরুষ ভোটারদের উপস্থিতে কাউছার মোল্লার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক কলিম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাসেবক আহাদ মিয়া , জামাল উদ্দিন, আলি হোসেন, মিলন মিয়া, মমিন মিয়া, সামসুল হক, কালাম, বাচ্চু হান্নান ও রতন।
এতে নারী নেত্রী ফাতেমা বেগম, মোছলেমা, মিনারা, হাসনারা, মহরম, নাজমা হেপী, জায়াদা ও শিরিয়া কাউছার মোল্লাকে আসন্ন পৌর নির্বাচনে নির্বাচনে ভোটদিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি কাউছার মোল্লা বলেন, আমি অতি সাধারন মানুষ আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সেবা করতে চাই। অর্থভিত্তের জন্য নয় শুধু আপনাদের ভালবাসা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়ন, তথা পৌরবাসীর উন্নয়নের ধারাবাহিকতায় রাষ্ট্রীয় উন্নয়নে সচ্ছতার সাথে কাজ করে যেতে চাই। আপনাদের নিকট আমার প্রত্যাশা আমাকে নির্বাচিত করে সেই সুযোগদিন। সভা পরিচালনা করেন যুবনেতা বোরহান মিয়া।
এবিএন/ আনোয়ার হোসেন স্বপন/জসিম/নির্ঝর