![নাটোরে মা ও নিজ সন্তানকে কুপিয়ে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/19/nator_abnews24 copy_111812.jpg)
নাটোর, ১৯ নভেম্বর, এবিনিউজ : নাটোর সদর উপজেলার দাস্তানাবাদ গ্রামে মা ও নিজ শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছে আলম নামের এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছে আলমের বাবা। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহতরা হলেন- বিলকিস বেগম (৪০) ও আলিফ হোসেন (১১)। আলিফ পিএসপি পরীক্ষার্থী ছিল। আজকে বাবা আলম সরদার তাকে পরীক্ষা দিতে নিয়েও গিয়েছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে নাটোর সদর উপজেলার দস্তনাবাদাদ গ্রামের ফলচাষি আলম আজ রোববার রাত পৌনে ৮টার দিকে তার বাবা শাহাদৎ হোসেন, মা বিলকিস বেগম ও নিজ সন্তান আলিফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে মা বিলকিস বেগম ও সন্তান আলিফ ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত বাবা শাহাদৎকে এলাকাবাসী উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে এলাকাবাসী ধাওয়া করে আলমকে আটক করে।
বর্তমানে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও র্যাব ৫ এর এএসপি শেখ আনোয়ার হোসেন পরিদর্শনে এসেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আটক আলম সরদার একসময় গ্রাম্য চিকিৎসক ছিলেন। বর্তমানে মাদক সেবন করেন।
এবিএন/জনি/জসিম/জেডি