বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • ইসলামপুরে জোরপূর্বক গর্ভপাত, স্বামীর বিরুদ্ধে মামলা

ইসলামপুরে জোরপূর্বক গর্ভপাত, স্বামীর বিরুদ্ধে মামলা

ইসলামপুরে জোরপূর্বক গর্ভপাত, স্বামীর বিরুদ্ধে মামলা

জামালপুর, ২০ নভেম্বর, এবিনিউজ : জামালপুরের ইসলামপুরে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে অবশেষে মামলা দায়ের হয়েছে। গতকাল রবিবার গৃহবধু হাসিনার খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় স্বামী অ্যাডভোকেট মোজাম্মেল হকসহ ৬জনকে আসামী করা হয়েছে।

মামলার বিবরণে প্রকাশ, দুই বছর আগে ইসলমাপুরের বটচর গ্রামের অ্যাডভোকেট মোজাম্মেল হক একই গ্রামের হাসান আলীর মেয়ে মোছা. হাসিনার খাতুনকে বিয়ে করেন। যৌতুকের জন্য তাদের মধ্যে দাম্পত্ত কলহ চলছিল। এমতাবস্থায় অন্ত:সত্ত্বা হাসিনা খাতুনকে গর্ভপাতের প্রস্তাব করে স্বামী।

স্ত্রী হাসিনার খাতুন স্বামীর এ প্রস্তাব নাকচ করে আসছিলেন। গত ১৬ নভেম্বর অ্যাডভোকেট মোজাম্মেল হক তার ভগ্নিপতি ভুলুর সহায়তায় হাসিনার খাতুনকে চিকিৎসার কথা বলে জামালপুরে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গর্ভপাতের ওষুধ প্রয়োগ করলে গৃহবধুর অবস্থার অবণতি হয়। এ মতাবস্থায় ক্লিনিকেই রাত্রিযাপন করে।

পরদিন ১৭ নভেম্বর হাসিনাকে বেনুয়ারচর বাজার সংলগ্ন জনৈক হাসান আলীর বাড়িতে নিয়ে যায। সেখানেই গৃহবধুকে রেখে স্বামী অ্যাডভোকেট মোজাম্মেল হক ও তার লোকজন পালিয়ে যায়।

গত ১৮ নভেম্বর ভোরে স্ত্রী হাসিনার খাতুনের গর্ভপাত ঘটে। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ বেনুয়ারচর ওই বাড়ি থেকে অসুস্থ্য হাসিনার খাতুনকে উদ্ধার করে।

ওসি শাহীনুজ্জামান খান জানান, বাদির লিখিত এজাহার গ্রহণ করে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একই সাথে জবানবন্দি লিপিবদ্ধ করতে ভিকটিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত