শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • হাতিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

হাতিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

হাতিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

নোয়াখালী, ২১ নভেম্বর, এবিনিউজ : নোয়াখালীর হাতিয়ার বয়ারচরের চতলাঘাট এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুবযুদ্ধে’ জলদস্যু সাইফুল বাহিনীর প্রধান সাইফুল ইসলাম ও তার সহযোগী সফিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব বলছে, নিহত জলদুস্যু সাইফুল ইসলামের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৪টি একনলা বন্দুক, দুটি দুই নালা বন্দুক, ১১ রাউন্ড গুলি, মুক্তিপণের ৫৪ হাজার টাকা, ৩৭টি মোবাইল ফোন সেট ও ১০টি রকেট প্লেয়ার উদ্ধার করা হয়।

র‌্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক পুলিশ সুপার মো. জসিমউদ্দিন চৌধুরী বলেন, ‘জলদস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে হানা দেয় র‌্যাব। এ সময় জলদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি ছুড়লে দুজনের মৃত্যু হয়। নিহত সাইফুল এই জলদস্যু বাহিনীর প্রধান। আর শফিক তার সেকেন্ড ইন কমান্ড। এ সময় র‌্যাবের দুই সদস্যও আহত হয়।’

লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত