শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • নরসিংদীতে শিশু সন্তানকে গলা কেটে হত্যা করল বাবা

নরসিংদীতে শিশু সন্তানকে গলা কেটে হত্যা করল বাবা

নরসিংদীতে শিশু সন্তানকে গলা কেটে হত্যা করল বাবা

নরসিংদী, ২১ নভেম্বর, এবিনিউজ : নরসিংদী মরজালে নিজ ঘরে নিজের ৮ মাসের শিশু সন্তানকে জবাই হত্যা করলেন পাষান্ড বাবা। আজ মঙ্গলবার সকাল ১১দিকে রায়পুরা উপজেলার মরজালে এ ঘটনা ঘটে। শিশুটির লাশ উদ্ধার করেছে রায়পুরার থানা পুলিশ। ঘটনার পরে মাদকাসক্ত বাবার পালাতক রয়েছে। তার বাড়ি নরসিংদীর সদর উপজেলা আলোকবালীর বাখারনগরে বাবুল মিয়ার ছেলে।

এই ঘটনায় মাহিনের চাচা ও দাদাকে আটক করা হয়েছে। নিহত শিশুর নাম মাহিন (৮ মাস)। সে আপন মিয়া ও মারুফা আক্তারের শিশুপুত্র।

নিহতের মা মারুফা আক্তার জানায়, গত জুলাই মাসের ১৫ তারিখে আমাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমাকে শশুরবাড়ির লোকজন নিযার্তন করত। নির্যাতন সহ্য না করতে পেরে আমার বাবার সাথে বাড়ি নবীনগর বড়াই গ্রামে চলে যায়। গত রবিবারে শশুর আমার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসে।

ঘটনার রাতে তাকে বলেছি তুমি কাজকর্ম না করলে বাবুকে কি খাবাব এই ছিল আমার কথা। সকালে দিকে দেখি আমার নিজ ঘরে বাবুর গলা কাটা লাশ পড়ে আছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

রায়পুরা থানার এসআই কামাল হোসেন জানান, সকালে দিকে মা মারুফা আক্তার তার রান্না কাজে ব্যস্থত ছিল শিশুর পাশে তার বাবা ঘুমিয়ে ছিল। পরে তার কাজ শেষে যখন তার নিজ ঘরে যায় তখন তার শিশুটিকে গলা কাটা অবস্থায় দেখতে পায়। ঘটনার পর বাবা পলাতক রয়েছে।

শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পেরন করব। এ ব্যাপারে মামলার প্রক্রিয়াধীন চলছে।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত