মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • ঢামেক থেকে চুরি যাওয়া শিশু জিম নারায়ণগঞ্জে উদ্ধার

ঢামেক থেকে চুরি যাওয়া শিশু জিম নারায়ণগঞ্জে উদ্ধার

ঢামেক থেকে চুরি যাওয়া শিশু জিম নারায়ণগঞ্জে উদ্ধার

ঢাকা, ২১ নভেম্বর, এবিনিউজ : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু কন্যা জিমকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে শিশুটিকে ফতুল্লা থানা এলাকার একটি মার্কেট থেকে উদ্ধার করা হয়।

ফতুল্লা থানার ডিউটি অফিসার এসআই রোখসানা আক্তার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় ফতুল্লা থানা পুলিশের এসআই সাইফুল হকের নের্তৃত্বে একটি টিম শিশু জিমকে উদ্ধার করেছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। শিশুটি এখন ফতুল্লা থানায় আছে।

এদিকে শিশু চুরির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে ঢামেক কর্তৃপক্ষ। ঢামেক হাসপাতালের উপ-পরিচালক (ফাইন্যান্স) বিদ্যুত কান্তি পালকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

চুরি যাওয়া শিশু জিমের বাবা মো. জুয়েল জানান, হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডের ৪০ নম্বর বেডে মেয়েকে রেখে বারান্দায় ঘুমিয়ে ছিলেন মা মাজেদা। রাত সাড়ে ১২ টার দিকে সজাগ পেয়ে দেখেন শিশু জিম নেই।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত