![যশোরে ৩৩ লাখ টাকাসহ আটক ৪](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/22/arrest_112156.jpg)
ঢাকা, ২২ নভেম্বর, এবিনিউজ : যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৩৩ লাখ হুণ্ডির টাকাসহ ৪ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শ্যামলাগাছি এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান চালিয়ে এ টাকা আটক করা হয়।
আটককৃতরা হলেন- নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়া গ্রামের মোহাম্মাদ শেখের ছেলে আনিছ শেখ (২৬), হাসিয়াল গ্রামের লুৎফর ফকিরের ছেলে জীবন ফকির (২১), আবুবকর শেখের ছেলে এনামুল শেখ (৩০) ও জয়নগর গ্রামের আলম শিকদারের ছেলে রিয়াদ শিকদার (১৯)।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ভারত থেকে হুণ্ডির টাকার একটি বড় চালান নিয়ে আসছে পাচারকারীরা এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ৪ পাচারকারী বেনাপোল থেকে ইজিবাইকে করে যশোরের দিকে যাচ্ছিলেন। তাদের দেহ তল্লাশি করে পায়ের সঙ্গে বিশেষ কায়দায় বাঁধা ৩৩ লাখ ৫০ হাজার টাকা পাওয়া গেছে। এটি ভারত থেকে আসা হুণ্ডির চালান বলে তারা স্বীকার করেছেন।’
আটককৃতদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ