![পাবনায় সাবেক ইউপি সদস্য গুলি করে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/25/guli_112552.jpg)
পাবনা, ২৫ নভেম্বর, এবিনিউজ : পাবনার বেড়া উপজেলার দুর্গম ঢালার চরে সবুজ মণ্ডল (৪৫) নামে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ মণ্ডল ঢালার চর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লোকমান ম-লের ছেলে।
ঢালার চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী জানান, নিহত সবুজ স্থানীয় আওয়ামী লীগের নেতা এবং তার সমর্থক ছিলেন।
তিনি আরও জানান, রাত ৮টার দিকে সবুজ নিজ গ্রামের ছাইসোবা খানকার কাছে চায়ের দোকানের সামনে বসে চা পান করছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতভাবে এসে তাকে লোকজনের মধ্য দিকে ধরে নিয়ে যায় এবং চায়ের দোকানের পাশেই গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ