বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বিদ্যুৎ কুমার দাশের কবিতা

বিদ্যুৎ কুমার দাশের কবিতা

ঢাকা, ২৭ নভেম্বর, এবিনিউজ :

সোনালী পুকুরের সাদা বক

ঝিক ঝাকে থাকে ফাঁক

ঝিক ঝাক ঝিক ঝাক

সোনা ঘুমিয়ে খরা নদীর বাঁক

শিল্পের মাঠে উড়ে আসুক বক

কচি কিশোরীর পুকুরে ভাসুক

তৃপ্তি নিয়ে উড়ে যাক

পাগল পাগল খেলুক

বিকেল রাত দেখে গান গেয়ে যাক

সোনালী নদীতে মাছ চাষ হোক

পাখি সবুজ ঘেঁষে শরীরের ভাষা শিখুক

কচি ডাব জল খেয়ে বক পাখির পেট ভরুক

ঝিক ঝাকে থাকে ফাঁক ঝিক ঝাক ঝিক ঝাক।

নিশি সাধারণ অসাধারণ

প্রেম ছিল মোহ ছিল

শরীরে শরীর ছিল

মাঝ পথে ভেঙে গেল

ভগবানও মরে গেল।

পালাবার পথটাও হারায়

সামনে আলো নিভে গেল

বুকে পাহাড় চাপল।

এক গ্লাস মৃত্যু এল –

এক গ্লাস জীবন ভাসল

কুয়াশার ডুবতে লাগল

কোথাও কি জায়গা হল?

মৃত্যুও না নিয়ে পালাল

জীবনও না নিয়ে দৌঁড়াল

প্রেম ছিল মোহ ছিল।

নিশি সাধারণ অসাধারণ হল।

চেনা পথ অচেনায়

তোমার চেনা পথ অচেনা পথে

অন্য কোন ধর্মের ঠিকানায় –

চাঁদ জ্যোসনা মাখা শরীরে

কচি ফুল ঝুলেছিল রাত্রিদিবায়।

অদ্ভুত পাগল পাগল নেশায় –

ভরিয়েছিলে গড়িয়ে আমায়।

এর ভেতর খণ্ডভন্ড ছিঁড়েছিলে

শরীরের রক্ত আলো আধাঁরের হাওয়ায়।

জয়নুল আবেদীন এর ‘মনপুরা -‘৭০’

‘জলোচ্ছ্বাস’ চিত্র ছিল সংসার ভাঙায়।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত