সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • ‘নির্বাচনে অংশগ্রহণ করুন, মানুষ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোন কথা নেই’
রাজবাড়ীতে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া (এমপি)

‘নির্বাচনে অংশগ্রহণ করুন, মানুষ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোন কথা নেই’

‘নির্বাচনে অংশগ্রহণ করুন, মানুষ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোন কথা নেই’

রাজবাড়ী, ২৮ নভেম্বর, এবিনিউজ : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিকভাষণ “বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য হিসবে ইউনেস্কোর” মেমোরি অব দ্যা ওয়ার্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে যুক্ত হওয়ায় রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এ জন সভার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ এ প্রধান অতিথর বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ২০১৯ সালে হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে আমারা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সংবিধানকে সমুন্নত রাখতে আপনারা যদি সত্যিই দেশ প্রেমিক রাজনীতিক দল হন তাহলে নির্বাচনে অংশগ্রহন করুন। মানুষ যদি আপনাদের ভোট দেই আমাদের কোন কথা নেই, আর যদি না দেই আপনাদের প্রতি করুণা করা ছাড়া আর কিছুই করার থাকবে না।তবে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। আমারা সেই সুযোগ আর দিব না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরাত আলী, ফজিলাতুন নেসা বাপ্পি এমপি, সংরিক্ষত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, এ্যাডঃ নাভানা আক্তার এমপি, জেলা পরিষদের চেয়াম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মোঃ মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত