বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • রসিক নির্বাচন: আপিলেও বিএনপির মেয়র প্রার্থী বাবলার মনোনয়ন বৈধ

রসিক নির্বাচন: আপিলেও বিএনপির মেয়র প্রার্থী বাবলার মনোনয়ন বৈধ

রসিক নির্বাচন: আপিলেও বিএনপির মেয়র প্রার্থী বাবলার মনোনয়ন বৈধ

ঢাকা, ৩০ নভেম্বর, এবিনিউজ : রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকলো না বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার। সোনালী ব্যাংকের দায়েরকৃত অভিযোগের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রায় ঘোষণা করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।

এর আগে গত ২৬ নভেম্বর যাচাই-বাছাই শেষে ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। তবে ওই বাতিলকৃত ৬ মেয়র প্রার্থীর মধ্যে কাওসার জামান বাবলা ছিলেন না।

আপীল শুনানীর শেষ দিন বৃহস্পতিবার ৬ মেয়র ও ২ সাধারণ ও ৪ জন সংরক্ষিত কাউন্সিলরের আপিল শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে ২ সাধারণ ও ৪ সংরক্ষিত কাউন্সিলরের মনোনয়নও বাতিল আদেশ বহাল রাখা হয়। এর আগের দিন বুধবার ৪ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ২ সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আপিলে তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। আপিলের প্রথম দিনে বুধবার রংপুর বিভাগীয় কমিশনারের কাছে ৫ সাধারণ ও ২ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর আপিলের শুনানী অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন কর্তৃক বাবলার মনোনয়ন বৈধ ঘোষণার পর গত মঙ্গলবার ঋণখেলাপের অভিযোগ এনে রংপুর বিভাগীয় কমিশনার বরাবর চিঠি দেয় সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেন, কাওসার জামান বাবলার মনোনয়ন বিষয়ে রিটার্নিং অফিসার যে বৈধতা দিয়েছেন তা বহাল রাখা হয়েছে।

বাবলার আইনজীবি ব্যারিস্টার বদরুদ্দোজা বলেন, যেহেতু বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী কাওসার জামান বাবলা নির্দিষ্ট সময় পর্যন্ত ঋলখেলাপি নন এবং সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তাদের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেনি সেহেতু আইন অনুযায়ী বাবলার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে কাওসার জামান বাবলা বলেন, গত ২৬ নভেম্বর রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের কাছে ঋণখেলাপির অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলের আবেদন করে সোনালী ব্যাংক। তবে, অভিযোগের ব্যাপারে তারা ওই দিন প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। ব্যাংকের আপীল আবেদন খারিজ হওয়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বাবলা সন্তোষ প্রকাশ করে বলেন, ব্যাংক কর্তৃপক্ষ তার মনোনয়ন পত্র বাতিল করার জন্য কেন উঠে পড়ে লাগলো সেটা ভাববার বিষয়। এর মধ্যে কোন রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে তিনি জানান। সেই সাথে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য তিনি সেনাবাহিনী মোতায়েন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান। সেনাবাহিনী থাকলে বিপুল ভোটে জয়ী হবেন বলেও দাবি করেন তিনি।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, 'যাচাই-বাছাইয়ের সময়সীমা ছিল ২৬ নভেম্বর। সেদিন ছয় মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। কিন্তু বিএনপি প্রার্থী বাবলার কাগজপত্র ঠিক থাকায় এবং ঋণখেলাপি সংক্রান্ত কোনো তথ্য না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়নি।'

এদিকে, বাতিলকৃত ৬ মেয়র প্রার্থীর মধ্যে ৫ জন স্বতন্ত্র প্রার্থী সাবেক জাপা নেতা ও রংপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুর রউফ মানিক, মেহেদী হাসান বনি, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, শাকিল রায়হান ও সুইটি আনঞ্জুমের আপিল শুনানি হয়। শুনানি শেষে ৫ জনেরই মনোনয়ন বাতিল ঘোষণা করেন বিভাগীয় কমিশনার।

বিএনপির বিদ্রোহি প্রার্থী জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজুর মনোনয়ন বাতিল করা হলেও তিনি এ বিষয়ে আপিল করেননি। গত শনিবার নভেম্বর নগরীর গ্রান্ডহোটেল মোড়ের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন নাজমুল আলম নাজু। রসিক নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত