![খালেদা জিয়ার পথই হচ্ছে পাকিস্তানের পথ: ইনু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/01/enu_112826_113306.jpg)
কুষ্টিয়া, ০১ ডিসেম্বর, এবিনিউজ :তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে জেনারেল জিয়া এবং খালেদা জিয়ার পথই হচ্ছে পাকিস্তানের পথ। তারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্ঠায় লিপ্ত। আজ কুষ্টিয়া সার্কিট হাউজে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জাসদ সভাপতি বলেন, বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি এখনও সক্রিয়। এখনও বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তানের রক্তাক্ত পথে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে জেনারেল জিয়া এবং খালেদা জিয়ার পথই হচ্ছে পাকিস্তানের পথ, রক্তাক্ত পথ, সাম্প্রদায়িকতার পথ এবং মিথ্যা রাজনীতির পথ। বেগম খালেদা জিয়া এই স্বাধীন বাংলাদেশে সরাসরি রাজাকার ও জঙ্গি সন্ত্রাসীদের পক্ষ হয়ে চক্রান্তের রাজনীতি করছেন। সেকারণে বাংলাদেশ যতদিন পর্যন্ত সাম্প্রদায়িকতা মুক্ত হবে না ততদিন পর্যন্ত মুক্তিযোদ্ধারা যথাযথভাবে সম্মান পাবে না বলে মনে করেন এই জাসদ নেতা।
শখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ইনু বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির নেত্রী হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে বাংলাদেশের পথে ক্রমাগত নিয়ে যাওয়ার জন্যে বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছেন।
সেকারণে বাংলাদেশকে বাংলাদেশের পথে চালিত করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষে শেখ হাসিনার পক্ষে অটল হয়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এবিএন/মমিন/জসিম