বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বেনাপোলে ২৬ স্বর্ণের বারসহ আটক ২

বেনাপোলে ২৬ স্বর্ণের বারসহ আটক ২

বেনাপোল (যশোর), ০৮ ডিসেম্বর, এবিনিউজ : বেনাপোল বন্দরে ৪ কেজি ২৮০ গ্রাম ওজনের ২৬ স্বর্ণের বার ২ জনকে আটক করেছে বিজিবি।

আজ শুক্রবার সকালে বন্দরের ২ নম্বর গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন বিল্লাল হোসেন (২৫) ও ইমরান হোসেন (২২)।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, ভারতে স্বর্ণ পাচারের গোপন খবর পেয়ে বিজিবির টহলদল ২ নম্বর গেটের সামনে অবস্থান নেয়। পরে সন্দেহজনক ঘোরাঘুরির সময় ২ জনকে আটক করেন তারা। তাদের দেহ তল্লাশি করে ৪ কেজি ২৮০ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার পাওয়া গেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৮৪ হাজার টাকা।

উদ্ধার স্বর্ণসহ তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত