![দেশের বর্তমান সংকটাপন্ন সৃষ্টির খল নায়িকা হচ্ছেন বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/09/inu@abnews_114430.jpg)
কুষ্টিয়া, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু হত্যার পরবর্তিতে রাজনৈতিক খল নায়ক ছিলেন জিয়াউর রহমান। আর দেশের বর্তমান সংকটাপন্ন সৃষ্টির খল নায়িকা হচ্ছেন বেগম খালেদা জিয়া। আজ শনিবার দুপুর ১২ টার সময় ভেড়ামারা কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনের পূর্বে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পরে মন্ত্রী উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণি ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষাথীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে যোগ দেন।
তিনি বলেন, দুনিয়ার সব খুনিদের প্রাতিষ্ঠানিক কারখানা, জঙ্গি উৎপাদনের কারখানা হলো বিএনপি। তারা লুটপাট, রেলচোর সেন্ডিকেটের হোতা। তাদের রাজনীতি করার অধিকার নেই। তাদের হাতে দুর্নীতির ছাপ, রক্তের দাগ লেগে আছে। তাদের বড় গলায় কথা বলা উচিত না।
তিনি আরো বলেন, জাতির কাছে আমরা ক্ষমা চাইবো না। আমাদের ক্ষমা চাওয়ার কিছু নেই। ক্ষমা চাইবে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া। তারা খুন, দুর্নীতি, লুটপাট করে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ,অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা (সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, ভেড়ামারা কলেজের বিদ্যোৎসাহী ও কেন্দ্রীয় জাসদেও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, কলেজের গভর্নিং বডির সদস্য আব্দুস ছালাম, ভেড়ামারাপ্রেস ক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল। সভাপতিত্ব করেন ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী।
এবিএন/মমিন/জসিম