![পেকুয়ার দূধর্ষ সন্ত্রাসী আলি আকবর গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/10/chakaria-atok_114549.jpg)
চকরিয়া, ১০ ডিসেম্বর, এবিনিউজ : কক্সবাজারের পেকুয়ার দূধর্ষ সন্ত্রাসী আলী আকবর (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় ৫টির অধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আলী আকবর মগনামা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ আফজলিয়া পাড়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মো.ফয়সাল উদ্দিন ও সংকলন বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আলী আকবরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/নির্ঝর