রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

খোকসায় নারী হেরোইন ব্যবসায়ী আটক

খোকসায় নারী হেরোইন ব্যবসায়ী আটক

খোকসা (কুষ্টিয়া) , ১১ ডিসেম্বর, এবিনিউজ : কুষ্টিয়ার খোকসায় আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি টিম খোকসা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হিরোইনসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, খোকসা উপজেলায় অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানাপাড়ার কুখ্যাত হেরোইন ব্যবসায়ী শিউলী খাতুন (৩৮) কে তার বাড়ি থেকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তার সহযোগী ও হেরোইন ব্যবসার মূল হোতা মো. কামাল হোসেন পলাতক আছে। খোকসা থানা পুলিশ জানায়, আটককৃত শিউলির বাড়ি থেকে রাংতা কাগজে মোরানো ২০ টি হেরোইনের পোটলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মুল্য ১ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে খোকসা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/সুমন কুমার মন্ডল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত