শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হবিগঞ্জে জঙ্গি সন্দেহে আটক ৫

হবিগঞ্জে জঙ্গি সন্দেহে আটক ৫

হবিগঞ্জ, ১১ ডিসেম্বর, এবিনিউজ : হবিগঞ্জে জঙ্গি সন্দেহে সদর উপজেলা জামায়াতের সাবেক সভাপতিসহ ৫ জনকে আটক করা হয়েছে।

র‌্যাব ৯-এর একটি দল রবিবার বিকালে উপজেলার নারায়ণপুর বাজার থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন সদর উপজেলা জামায়াতের সাবেক সভাপতি নারায়ণপুর গ্রামের আবদুল কুদ্দুস (৫০), আবুল কালাম (৫০), আব্দুন নূর (৪৫), নজরুল ইসলাম (৪৫) ও রুহুল আমীন (২৮)।

জেলার পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, গোপন খবর পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বেলা ১২টায় সদর থানায় হস্তান্তর করে। তাদের কাছে জঙ্গি লিফলেট ও জিহাদি বই পাওয়া গেছে। বিকালে তাদের আদালতে পাঠানো হবে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত