বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • রাজশাহীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

রাজশাহীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

রাজশাহীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

রাজশাহী, ১৪ ডিসেম্বর, এবিনিউজ : রাজশাহীর বাঘা উপজেলায় এক বাড়ির বারান্দা থেকে এক গৃহবধূ এবং বাড়ির পাশের এক গাছ থেকে তার স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিথাপাড়া থেকে ওই ২ জনের লাশ উদ্ধার করেন তারা।

নিহতরা হলেন ওই গ্রামের আবদুল মান্নান (৪৫) ও তার স্ত্রী কাজলি বেগম রুনি (৩৮)।

তাদের ১৩ বছরের ছেলের বরাত দিয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, রাত ৩টার দিকে ছেলেটি তার দাদির সঙ্গে ঘর থেকে বেরিয়ে বারান্দায় মায়ের লাশ পড়ে থাকতে দেখে। পরে সকালে গ্রামের লোকজন বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি বাগানে লিচুগাছে ঝুলন্ত অবস্থায় মান্নানের লাশ পায়।

ওই দম্পতির মধ্যে পারিবারিক কোনো জটিলতা চলছিল কি না, গত কয়েক দিনে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল কি না- সে বিষয়ে পুলিশকে কোনো তথ্য দিতে পারেনি ছেলেটি।

তিনি আরও বলেন, রুনির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে খুন করার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে থাকতে পারেন।

ময়নাতদন্তের জন্য তাদের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত